আজঃ শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

মুজিবশতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় মাদারগঞ্জ পৌরসভার বিজয়

চ্যাম্পিয়ন মাদারগঞ্জ পৌরসভা দলকে ট্রফি তুলে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি-পল্লীর আলো

ক্রীড়া প্রতিবেদক:
মুজিবশতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাঙ্গাইল জেলা পরিষদ দলকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালের শিরোপা অর্জন করেছে মাদারগঞ্জ পৌরসভা দল। শুক্রবার বিকেলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি উপভোগ করতে প্রায় দশ সহস্রাধিক দর্শক মাঠের গ্যালারীকে পরিপূর্ণ করে তোলে।
মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুরু থেকেই জেলার ফুটবল খেলাপ্রেমী সর্বস্তরের দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ফাইনাল খেলায় অতীতের সব রেকর্ড ভেঙ্গে খেলা চলাকালীন মাঠের গ্যালারী দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল।
জেলার মাদারগঞ্জ পৌরসভা ও টাঙ্গাইল জেলা পরিষদ দল জাকজমকপূর্ণ এ খেলায় অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধেই দুটি গোলের দেখা মিলে। দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণ পাল্টা আক্রমণের দেখা মিললেও দেখা মিলেনি কোন গোলের। খেলা শেষ হয় ২-০ গোলের ব্যবধানে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহ আলম।
এতে ম্যাচসেরা হয়েছেন বিজয়ী মাদারগঞ্জ পৌরসভা দলের বিদেশী ফুটবলার মুছা। খেলা শেষে তার হাতে ম্যাচসেরার পুরস্কারের পাঁচ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন মুজিবশতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সহসভাপতি সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, যুগ্ম সম্পাদক সালেহ সফিক গেন্দা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও টুর্নামেন্ট উপ-কমিটির নেতৃবৃন্দ। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …