আজঃ মঙ্গলবার | ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

শেরপুরে অবৈধ সেচপাম্পে দিশেহারা বৈধ পাম্প মালিকরা

শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে পল্লী বিদ্যুতের আবাসিক বিদ্যুৎ সংযোগে অবৈধভাবে সেচ পাম্প চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগ বৈধ সেচ পাম্প মালিকদের।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে শতশত অবৈধ সেচপাম্প চালানো হচ্ছে আবাসিক বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। অনুমোদনবিহীন এসব সেচপাম্প অবাধে চালানো হচ্ছে। ফলে বিপাকে পরেছেন বৈধ সেচপাম্প মালিকরা।
স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের সুত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার ৭নং ইউনিয়নে বিএডিসি’র অনুমোদনপ্রাপ্ত পল্লী বিদ্যুতের আওতায় বৈধ সেচ পাম্প রয়েছে প্রায় ৬শত।
অপরদিকে আবাসিক বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অবৈধভাবে চালানো হচ্ছে সহশ্রাধিক সেচ পাম্প।
অভিযোগে প্রকাশ, অবৈধভাবে সেচ পাম্প চালানোর কারণে বৈধ সেচপাম্প মালিকরা চরম বিপাকে পড়েছেন। অবৈধ সেচপাম্প মালিকরা নিজের জমি চাষাবাদের পাশাপাশি অন্য কৃষকদের জমিও চাষাবাদ করে আসছেন।
অথচ লাখ লাখ টাকা খরচ করে উপজেলা সেচ কমিটির অনুমতি নিয়ে সেচ পাম্প স্থাপনকারী সেচ পাম্প মালিকরা এখন দিশেহারা হয়ে পড়েছে। তারা সেচ দেয়ার মতো জমি পাচ্ছেন না। এতে লোকসান গুনতে হচ্ছে বৈধ সেচ পাম্প মালিকদের।
সেচপাম্প মালিকরা জানান, বৈধ সেচ পাম্পের বিদ্যুৎ সরবরাহে ভর্তূকি দিচ্ছে সরকার। আর আবাসিক বিদ্যুৎ সরবরাহে সেই ভর্তূকি নেই। এতে পল্লী বিদ্যুৎ সমিতি লাভবান হচ্ছে। আর একারণে আবাসিক বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অবৈধ সেচপাম্প মালিকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না পল্লী বিদ্যুৎ সমিতি।
এ ব্যাপারে ভূক্তভোগী সেচ পাম্প মালিক উপজেলার কাংশা ইউনিয়নের কাড়াগাঁও গ্রামের আবুল কাশেম উপজেলা সেচ কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি তার আশপাশের প্রায় ১০টি অবৈধ সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এ আবেদন করেন।
শেরপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) আশরাফ হোসেন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ সংযোগ দ্বারা সেচ পাম্প চালানো সম্পুর্ণ বেআইনি। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন সহ অর্থদন্ডে দন্ডিত করতে পারবেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ঝিনাইগাতী শাখার জনৈক কর্মকর্তা পত্রিকায় খবর প্রকাশ না করার শর্তে বলেন, এ মুহুর্তে এসব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে উঠতি বোরো ফসলের ক্ষতি সাধিত হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …