আজঃ বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

শেরপুরে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার ফিলিং স্টেশনকে জরিমানা

শেরপুর জেলা প্রতিনিধি:
জ্বালানি তেলে পরিমাপে কম দেওয়ায় অভিযোগে শেরপুরের মুমিনবাগ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকারের তথ্যমতে, পেট্রোল ও অকটেন পরিমাপে কম বিক্রি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে শহরের মমিনবাগ সার্ভিস স্টেশনে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অভিযোগ সত্য প্রমাণিত হলে ওই স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাদের তেল বিক্রিতে সঠিক মাপ দিয়ে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
শেরপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক রুবেল আহম্মেদ বলেন, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …