আজঃ সোমবার | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

অসহায় হতদরিদ্ররা সরাসরি প্রধানমন্ত্রীর সাহায্য পান … ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি

অস্বচ্ছল ব্যক্তির মাঝে চেক বিতরণ করেন বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি। ছবি-পল্লীর আলো

নাঈম আলমগীর:
জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন বলেছেন, দেশের হতদরিদ্র মানুষ বিভিন্ন প্রক্রিয়ায় সরাসরি প্রধানমন্ত্রীর সাহায্য সহযোগিতা পাচ্ছেন। যার ঘর নেই সে ঘর পাচ্ছেন, যাদের চিকিৎসার টাকা নেই তারা চিকিৎসার টাকা পাচ্ছেন। তিনি বলেন, অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে তাদেরকে ভাতার আওতায় এনেছেন।
শনিবার সকালে জামালপুর সদরের উপজেলার অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অস্বচ্ছল, অসহায় ২১জনের মাঝে ৯ লাখ ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহনসীনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …