আজঃ রবিবার | ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

আজ জামালপুরে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লিমা আক্তার
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারদেশে ১ হাজার ২৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জামালপুর জেলা কর্তৃক নির্মিত ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব ভবনসহ জেলার ৭ টি উপজেলার মধ্যে ৬ টি উপজেলায় সর্বমোট ২৪ টি ভবন মঙ্গলবার (১৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে জামালপুর সদর উপজেলায় ২ টি, সরিষাবাড়ী উপজেলায় ৯ টি, ইসলামপুরে ৪ টি, বকশীগঞ্জে ৫ টি , মাদারগঞ্জে ২ টি ও দেওয়ানগঞ্জে ২ টি ভবনের উদ্বোধন করা হবে।

সারা জেলায় নব-নির্মিত এসব প্রতিষ্ঠান গুলো হলো,
জামালপুর সদর উপজেলা: (১) জামালপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পাঁচ তলা ভিত বিশিষ্ট পাঁচ তলা একাডেমিক ভবন, (২) শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জামালপুর এর পাঁচতলা ভিত বিশিষ্ট পাঁচতলা অফিস ভবন।

সরিষাবাড়ী উপজেলা: (১) হরখালী মজিবর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত বিশিষ্ট এক-তলা একাডেমিক ভবন (২) সরিষাবাড়ী কলেজ-এ চারতলা ভিত বিশিষ্ট এক-তলা একাডেমিক ভবন (৩) আরামনগর আলিম মাদ্রাসা এর চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন (৪) আর.ডি.এম. মডেল উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, (৫) ভাটারা উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, (৬) আর.এন.সি. উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, (৭) কাবারিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত বিশিষ্ট এক-তলা একাডেমিক ভবন, (৮) এড. মতিয়ার রহমান তালুকদার কলেজ এর চারতলা ভিত বিশিষ্ট এক-তলা একাডেমিক ভবন, (৯) রুদ্রবয়রা বালিকা উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন।

ইসলামপুর উপজেলা: (১) জে.জে.কে.এম. বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর চারতলা ভিত বিশিষ্ট এক-তলা একাডেমিক ভবন, (২) মহলগিরী সরকারপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এর চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, (৩) ইসলামপুর উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, (৪) রাহিলা কাদির স্কুল এন্ড বিএম কলেজ এ এর চারতলা ভিত বিশিষ্ট এক-তলা একাডেমিক ভবন।

বকশীগঞ্জ উপজেলা: (১) পূর্ব বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, (২) আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজ এ চারতলা ভিত বিশিষ্ট এক-তলা একাডেমিক ভবন, (৩) খাতেমুন মঈন মহিলা ডিগ্রী কলেজ এ এর চারতলা ভিত বিশিষ্ট এক-তলা একাডেমিক ভবন, (৪) গোয়ালগাও জয়মনা ইছিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত বিশিষ্ট এক-তলা একাডেমিক ভবন, (৫) বকশিগঞ্জ কে.এ. মহিলা দাখিল মাদ্রাসা এর চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন।

মাদারগঞ্জ উপজেলা: (১) বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম খোকা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বিশিষ্ট পাঁচ তলা একাডেমিক ভবন, (২) ৫নং ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত বিশিষ্ট এক-তলা একাডেমিক ভবন।

দেওয়ানগঞ্জ উপজেলা: (১) চকারচর নিউ মডার্ন উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, (২) দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত বিশিষ্ট এক-তলা একাডেমিক ভবন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …