আজঃ রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

ইসলামপুরে উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করায় প্রেসক্লাবে প্রতিবাদ সভা

হাসর আলী:
ইসলামপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম জামাল আব্দুন নাসের বাবুল সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করায় প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবে সভাপতি মোরাদুজ্জামান মোরাদ সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী, সাবেক সভাপতি ফিরুজ খান লোহানী, ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আব্দুল সামাদ, সহ-সভপতি রহিমা সুলতানা মুকল, ওসমান হারুন, এম কে দোলন বিশ্বাস, লিয়াকত হোসেন লায়ন, আব্দুল আল লোমান, এস এম হোসেন রানা।
প্রেসক্লাবে সাধারণ সম্পাদক হাফিজ লিটন পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, শহিদুল রহমান কাজল, রোকনুজ্জামান সবুজ, সাহিদুর রহমান, ইয়ামিন, ফারুক আল আজাদ বকুল, হোসেন আলী শাহ ফকির, রন্জু ও হাসর আলী প্রমুখ।
বক্তারা বলেন, বুধবার উপজেলা হলরুমে ইসলামপুরে আইনশৃঙ্খলা সভায় প্রেসক্লাবে সাধারণ সম্পাদক হাফিজ লিটন শহরের বাইপাস সড়কে পাথর ঘাটায় অবৈধভাবে নদী ভরাট করা নিয়ে বক্তব্য রাখেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আমলে নিলেও। এ সময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম জামাল আব্দুন নাসের বাবুল কাউন্টার বক্তব্যে বলেন সাংবাদিকদের দিলেই ভালা; না দিলেই খারাপ বলে বাজে মন্তব্য করেন।
প্রেসক্লাবে সিদ্ধান্ত মোতাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানের সকল প্রোগ্রাম বুধবার থেকে বয়কট ঘোষনা করেন এবং শনিবার কালো কাপড় বেধে থানা মোড়ে বটতলা চত্বরে ধর্মঘট অবস্থান করবেন ও রবিবার উপজেলা চত্বরে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …