আজঃ রবিবার | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

ইসলামপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১ 

শিয়ালদহ নদীতে নিখোঁজ শিশু শায়লা পারভীনকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। ছবি-নাঈম আলমগীর
 সুমন ইসলাম:
জামালপুরের ইসলামপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোছাঃ ইরশেদা আক্তার(১১) নামে চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া
পঞ্চম শ্রেণীর এক ছাত্রী শায়লা পারভীন(১২) নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুরে ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নে নাপিতের চর এলাকায় শিয়ালদহ নদীতে এ ঘটনা ঘটে। ইরশেদা আক্তার নাপিতেরচর বলিদাপাড়া গ্রামের খুদু মিয়ার মেয়ে এবং  শায়লা পারভীন একই এলাকার সানোয়ার হোসেনের মেয়ে ।
জানা যায়, শুক্রবার দুপুরে  ইরশাদ আক্তার এবং সায়লা পারভীন বাড়ির পাশে শিয়ালদহ নদীতে গোসল করতে নামে । বন্যার পানির জন্য নদীতে প্রবল স্রোতের কারণে তারা নদীতে নামার সাথে সাথে তলিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা ও এলাকাবাসী ছুটে আসেন  তাদের উদ্ধার করতে। কয়েক ঘন্টা খুজাখুজির পর ইরশেদা আক্তারকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে সায়লা পারভীনকে এখনো পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, নদীতে অতিরিক্ত বালু উত্তোলনের ফলে  নদীর মাঝে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলশ্রুতিতে এখনো সায়লা আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর  রহমান আনসারী জানান, ইরশেদা আক্তার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে শায়লা পারভীন নামে আরেক শিশু এখনো নিখোঁজ। ইসলামপুর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল শায়লা পারভীনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
ইসলামপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার খায়রুল আলম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং সেখানে গিয়ে দেখে ইরশেদা আক্তার নামে শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করেছে। পরে জামালপুর ফায়ার স্টেশন থেকে ডুবুরী দল এসে নিখোজ শায়লা পারভীনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তাবে নদীতে প্রচুর স্রোত থাকায় তাকে খুজে পেতে বিলম্ব হচ্ছে।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …