আজঃ রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

ইসলামপুরে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের বাঁধে ধস

বিশেষ প্রতিবেদক:

উজানের পাহাড়ী ঢলে জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের বাধ ধসে গেছে।

জানা যায়, গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১০১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় গুঠাইল হার্ড পয়েন্ট এলাকায় যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস দেখা দিয়েছে। কুলকান্দি হার্ডপয়েন্ট এলাকার পূর্বপাশে অন্তত ৩০ মিটার অংশ ধসে গেছে। বাঁধে ধস দেখা দেওয়ায় হুমকীর মুখে কুলকান্দি শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়, ঐতিহ্যবাহী মিয়া বাড়ী মসজিদ, মাদরাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলকান্দি মাগুন মিয়ার বাজার, বসতবাড়ী ও ফসলি জমি।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কুলকান্দি হার্ডপয়েন্টের পূর্বপাশে তীররক্ষা বাঁধের অন্তত ৩০ মিটার ক্ষতিগ্রস্থ হয়েছে। ধসে যাওয়া স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …