আজঃ রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

জামালপুরে আমজাদ হোসেন চর্চাকেন্দ্র প্রতিষ্ঠা

জামালপুরে চলচ্চিত্রকার আমজাদ হোসেন চর্চাকেন্দ্র প্রতিষ্ঠা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি-পল্লীর আলো

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার বিশিষ্ট লেখক ও কথাশিল্পী জামালপুরের কৃর্তিসন্তান আমজাদ হোসেনের নামে ‘আমজাদ হোসেন চর্চাকেন্দ্র’ প্রতিষ্ঠা করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল।
শুক্রবার রাতে হোটেল শ্যামল বাংলায় বিশেষ আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আমজাদ হোসেন চর্চাকেন্দ্রের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ড. প্রফেসর মোজাহিদ বিল্লাহ ফারুকীকে সভাপতি ও সাযযাদ আনসারীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আইনজীবী ও সাংবাদিক ইউসুফ আলী ও আইনজীবী অরুপ কাহালী, যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম ও অধ্যাপক মনোয়ার হোসেন মোরাদ, অর্থসম্পাদক মোহাব্বত ফকির, সাহিত্য সম্পাদক অধ্যাপক আব্দুল হাই আল হাদী, নাট্য সম্পাদক সাব্বির এহসান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইসলাম, গবেষণা সম্পাদক জুনাইদ খালিদ, প্রচার সম্পাদক আসমাউল আসিফ, প্রকাশনা সম্পাদক আহম্মদ কাদরী, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক স্বপন সায়েদ, গোপাল কর্মকার, আশরাফুজ্জামান স্বাধীন, নাজমুল ইসলাম, একরাম হোসেন, সাগর মুখার্জি, রাজিব জুনেত।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, ফরহাদ হোসেন মানু, আলী জহির, আসাদুল্লাহ ফারাজী, সাজ্জাদ হোসেন দোদুল।
উল্লেখ্য, কমিটিতে প্রয়োজনে সদস্য কোঅপ্ট করা যাবে। সভায় কমিটি পরিচালনার জন্য একটি অস্থায়ী কার্যালয় স্থাপন, গঠনতন্ত্র রচনা করা, বিভিন্ন কর্মসূচি প্রণয়নসহ একটি লাগসই কর্মপরিকল্পনা তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আগামী ১৪ ডিসেম্বর আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …