আজঃ রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

জামালপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

 জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি-পল্লীর আলো

নিজস্ব প্রতিবেদক:
৩ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
এছাড়া শহর আওয়ামী লীগ, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা যুবলীগ, জেলা তাঁতী লীগ, পৌর মহিলা আওয়ামী লীগ, জেলা যুবমহিলা লীগ ও জেলা ছাত্রলীগসহ অঙ্গ এবং সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, এডভোকেট আমান উল্লাহ আকাশ, যুগ্মসাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সাধারণ সম্পাদক অ্যডভোকেট হাফিজুর রহমান স্বপন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, সদস্য রেজাউল করিম রেজনু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, জেলা তাঁতী লীগের আহবায়ক অধ্যাপক জাকির হোসেন রুকু, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি উপস্থিত ছিলেন।
এছাড়া রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা কৃষকলীগের সভাপতি সেয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মামুন অর রশিদ স্বপন, জেলা তাঁতিলীগের সদস্য সচিব আরমান হোসেন সাগর, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু প্রমুখ।
বক্তারা ৩ নভেম্বর জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …