আজঃ রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

জামালপুরে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে পুরস্কার পেলেন সালমা

নিজস্ব প্রতিবেদক:
‘সবার মাঝে ঐক্য করি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়ীতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে জেলার শ্রেষ্ঠ জয়িতা নিবার্চিত হয়েছেন ইসলামপুর উপজেলার পুর্ব বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা।
শুক্রবার সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এ সময় অতিরিক্তি জেলা প্রশাসক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরও অনেকে।
এ সময় বক্তারা নারী জাগরণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
পরে সমাজ উন্নয়নে বকশীগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইযাসমিন স্মুতি, অর্থনৈতিকভাবে সাফল্যে শাকিলা আশরাফ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সালমা, নির্যাতন প্রতিরোধে ফাতেমা সহ বিভিন্ন বিষয়ে জয়ীতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …