আজঃ শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭টি ক্লিনিক সিলগালা, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে অবৈধ ও অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের মেডিল্যাব ডায়াগনোস্টিক সেন্টার, সানরাইজ ডায়াগনোস্টিক সেন্টার ও ডিজিটাল চক্ষু হাসপাতাল এই ৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয় এবং ডক্টরস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এ অভিযানের নেতৃত্ব দেন।
এদিকে শনিবার সদরের বিভিন্ন ইউনিয়নে ৭টি অনিবন্ধিত ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি ক্লিনিককে সিলগালা ও ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় জেলা সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় বিভিন্ন শনিবার থেকেই অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার পৌরসভার ৪টি ক্লিনিকে অভিযান চালিয়ে ৩টি সিলগালা ও ১টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. শাফি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …