আজঃ সোমবার | ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

জামালপুরে সর্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জামালপুরে সর্বজনীন পেনশন স্কীম সংক্রন্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ছবি-পল্লীর আলো

নিজস্ব প্রতিবেদক
দেশের ১৮ বছরের বেশি বয়সী সকলকে স্কীমের আওতায় আনা এবং তারা তাদের ৬০ বছর বয়স হওয়ার পরে আজীবন পেনশন সুবিধা ভোগ করার লক্ষে সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত জামালপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।
বৃস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা সেলিম মিয়া, সাংস্কৃতিকর্মী অধ্যাপক তারিকুল ফেরদৌস, সিঁড়ি সমাজ কল্যাণ সমিতির সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী প্রমুখ। অবহিতকরণ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।
সভা সূত্রে জানা যায়, সর্বজনীন পেনশন স্কীমের প্রথম পর্যায়ে প্রগতী, সুরক্ষা, সমতা এবং প্রবাসী স্কীম চালু হয়েছে। সভায় পেনশন স্কীম ব্যাপক ভিত্তিতে চালু করার জন্য প্রচারণা কার্যক্রম জোরদার করা, বেসরকারি সংস্থা, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিসহ মাঠ পর্যায়ে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …