আজঃ বৃহস্পতিবার | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

জামালপুর সদর উপজেলা অফিসার্স ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মাহমুদুল হাসান মুক্তা:
উৎসব ও আনন্দঘন পরিবেশে জামালপুর সদর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন গজনী অবকাশ শেরপুরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বার্ষিক বনভোজনে সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ অংশ নেন।
জামালপুর সদর উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ইউএনও লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণবন্ত করে তুলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। বনভোজন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

বার্ষিক বনভোজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি। ছবি-পল্লীর আলো

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, রানাগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, লক্ষীরচর ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপির ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত প্রমুখ। এ সময় বার্ষিক বনভোজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বার্ষিক বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল খেলা, বালতিতে বল নিক্ষেপ, বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আকর্ষন ছিল র‌্যাফেল ড্র। ১৫টি পুরুস্কারের মধ্যে প্রথম পুরুস্কার ছিলো একটি স্মার্ট মোবাইল ফোন।
বনভোজনে অংশ নিয়ে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন বলেন, বনভোজনে অংশ নেওয়ার জন্য ঢাকা থেকে ছুটে এসেছি। দিনব্যাপি বনভোজনে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। প্রতিবছরই এই বার্ষিক বনভোজন যথা সময়ে করা দরকার। এতে করে মন-প্রাণ ভালো থাকবে। এ সময় তিনি তার জন্য দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

 

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …