আজঃ রবিবার | ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

জিয়ার মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ধ্বংস করা … মির্জা আজম এমপি

দেওয়ানগঞ্জে পৌর নির্বাচন উপলক্ষে নৌকা প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি-আলী আকবর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে খুনী জিয়াউর রহমান। যিনি ক্ষমতায় থেকে ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ঢাকা, রাজশাহী, বগুড়া ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ১ হাজার ৩০০ প্রতীকধারী বীর মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। তার মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ধ্বংস করা।
মির্জা আজম এমপি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর পাকিস্তানের নাগরিক গোলাম আজমকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিলেন জিয়াউর রহমান। শুধু তাই নয়, পাকিস্থানের রাজাকার শাহ আজিজুর রহমানকেও বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন তিনি। জিয়াউর রহমানের ক্ষমতা থাকাকালীন বীরমুক্তিযোদ্ধাদের কোন সম্মান ছিল না, মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় পর্যন্ত দিতে পারতো না।
তিনি রবিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় গামারিয়া প্রস্তাবিত কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ফারিন হোসেন প্রমূখ।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …