আজঃ মঙ্গলবার | ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

দেওয়ানগঞ্জে যমুনার পানি বৃদ্ধিতে কৃষকের ফসলের ক্ষয়-ক্ষতির আশঙ্কা

এস এম দেলোয়ার হোসেন:

জামালপুরের দেওয়ানগঞ্জে হঠাৎ যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কৃষক হতাশা হয়ে ফসলের ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৮২ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. আব্দুল মান্নান।

তিনি আরও জানান, কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বাড়ছে। আজকে পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আরও দুই এক দিন পানি বাড়তে পারে।

রবিবার দুপুরের দিকে পৌরসভার গুজিমারী এলাকায় কৃষক আব্দুল কুদ্দুস, মো. আইওন, মো. মুনু মিয়া, নীল মিয়াসহ কয়েকজন কৃষক জানান, অসময়ে বন্যা আমাদের অনেক ক্ষতির কারণ হয়েছে। আমরা ধান, মরিচ ও অন্যান্য সবজির ফসল লাগিয়েছি। অসময় উজান ে থকে পানি আসার কারনে নিচু এলাকায় সমস্ত ফসল তলিয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পানি না নেমে গেলে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।

জানা যায়, পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে নদীর ব্যাপক ভাঙন। এতে বসতভিটাও হারাতে হচ্ছে অনেকের। ফসলের ক্ষতির বিষয়ে উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাসের সাথে কথা হলে তিনি জানান, যমুনার পানি বৃদ্ধি কারনে আমনধান ক্ষেত প্রায় ৭ হেক্টর পানির নিচে তলিয়ে গেছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থার কথাও জানান তিনি।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …