আজঃ শুক্রবার | ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

নারীর উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে . . .ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুরে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। ছবি-পল্লীর আলো

নিজস্ব প্রতিবেদক:
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, নারীর উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার যা করেছেন তা অন্য কোন সরকার কখনই করেনি। তিনি আরো বলেন, নারীর প্রতি সহিংসতা যেন আমাদের সব উন্নয়নের পথে বাধার কারণ না হয়, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মঙ্গলবার (৮মার্চ) ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এই প্রতিপাদ্যের আলোকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। বিষেশ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এ এম আবু তাহের, জামালপুর জেলা পরিষদের সদস্য আফরোজী আক্তার তানিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম প্রমূখ বক্তব্য রাখেন। এতে জনপ্রতিনিধি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …