আজঃ রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

নোয়ারপাড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার রোমান হাসান

আলী আকবর

আগামী ১৫ জুন জামালপুরের ইসলামপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী ৫ নং নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রোমান হাসান।
শুক্রবার (০৬ মে) দুপুরে বকুলতলাস্হ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শেষে দলের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি।

জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ নিবার্চনের মনোনয়নপত্র বিতরণ কমিটির আহ্বায়ক আশরাফ হোসেন তরফদার, সৈয়দ আতিকুর রহমান ছানা, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবব্রত নাগ মধুর নিকট চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয়  মনোনয়নপত্র জমা দেন।

দর্লীয় মনোনয়নপত্র জমার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার রোমান হাসান বলেন, দীর্ঘদিন ছাত্রলীগের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছি। পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ করি।
দলীয় চেতনা থেকে কখনো আদর্শচ্যুত হইনি এবং দলের বাইরে কিছুই চিন্তা করিনি।
চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে বছরের পর বছর ধরে এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছি এবং সবসময় দলীয় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজেকে অদ্যাবধি পর্যন্ত সম্পৃক্ত রেখেছি।
তিনি আরও বলেন, আমার পিতা এ ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এ ইউনিয়নে আমাদের পারিবারিক ও সামাজিক অবস্থান রয়েছে। এ এলাকার সাধারণ মানুষ আমাকে ভালোবেসে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে সমর্থন দিয়েছে।

তিনি বলেন, আমি অত্র ইউনিয়নে উন্নয়নের জন্য রাজনৈতিক ও সামাজিক কাজে জড়িত হয়ে অদ্যবধি ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের সাথে যােগাযােগ রাখছি।
এছাড়া প্রতিটি স্থানীয় ও জাতীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থী এবং দলীয় সব কর্মসূচিতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি।
আসন্ন নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হব ইনশাআল্লাহ।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …