আজঃ শুক্রবার | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

পাররামরামপুর ইউপি নির্বাচনে জেকে সেলিম চেয়ারম্যান নির্বাচিত

বোরহান উদ্দিন:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জে কে সেলিম মিয়া। জেকে সেলিম মিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করেন। ঘোষিত ফল অনুযায়ী, মোটরসাইকেল প্রার্থী জেকে সেলিম মিয়া ৯ হাজার ৫শত ৮১ ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী শরীফ উদ্দিন আনারস প্রতীকে ৫ হাজার ৭ শত ২২ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম মন্টু নৌকা প্রতীকে ১ হাজার ৩ শত ৯৩ ভোট পেয়েছেন। ৬ষ্ঠ ধাপে স্থগিত হওয়া ৩ নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে রাতে উপজেলা হলরুমে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বেলাল হোসেন উপস্থিত ছিলেন। ঘোষিত ফল অনুয়ায়ী, স্বতন্ত্র প্রার্থী জে কে সেলিম মিয়া মোটর সাইকেল প্রতীক নিয়ে ৯ হাজার ৫৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মেম্বার নির্বাচিত হয়েছেন আনাম মিয়া, আলমাস হোসেন, ওমর ফারুক, রাজু আহম্মেদ, ওমর ফারুক, মোবারক হোসেন, তাওহিদুজ্জমান জীবন, বাদশা, ও আমেজ আলী, সংরক্ষিত সদস্য আজেদা খাতুন, কহিনুর বেগম, মোছা. লিপা বেগম । এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম-এ ভোটগ্রহণ চলে। প্রশাসনের কঠোর অবস্থানে সারা ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ হয়।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …