আজঃ বৃহস্পতিবার | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

বকশিগঞ্জে উন্নয়ন সংঘের সহায়তায় আদিবাসী দিবস পালিত

বিশেষ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে জামালপুর জেলার বকশিগঞ্জে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচি, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ও বাংলাদেশ গারো ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এবারে দিবসের প্রতিপাদ্য ছিলো ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীর ভূমিকা।
মঙ্গলবার বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর দিঘলকোনা মিশন এলাকায় দিবসটি উপলক্ষে ইউনিয়ন টিডব্লিউ সভাপতি তেনজিলা মারাকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিশন প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন আদিবাসী নেতা রাহুল রাকসাম।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বকশিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জহুরা বেগম, উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম, ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ। সভা শেষে আদিবাসী কিশোর, কিশোরীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বক্তারা বলেন নানাদিক থেকে পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিসত্তা আদিবাসী নাগরিকরা কঠোর পরিশ্রমী ও সৃষ্টিশীল। অথচ তারা সুবিধাবঞ্চনার শিকার। সরকারের এদিকে গভীর মনোযোগ দেয়া উচিৎ। তাদের ভাষা, সংস্কৃতি ও কর্মদক্ষতা কাজে লাগিয়ে সার্বিক উন্নয়নের গতি আরো বেগবান করা সম্ভব। তাদেরকে উন্নয়নের মূলস্রোতধারা সম্পৃক্ত করতে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …