আজঃ বৃহস্পতিবার | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

বকশীগঞ্জে নানা আয়োজনে উপজেলা শিক্ষক পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা শিক্ষক পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার লাউচাপড়া বনফুল ট্যুরিস্ট কমপ্লেক্সে ওই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নূরুল ইসলাম আব্দুল্লাহ এর সভাপতিত্বে এসময় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, অনুষ্ঠানের সদস্য সচিব ও চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম সহ সকল প্রাথমিক বিদ্যালয়, সকল নি¤œ ও উচ্চ বিদ্যালয় , সকল দাখিল মাদ্রাসা, সকল ইবতেদায়ী মাদ্রাসা, সকল ভোকেশনাল ও সকল কলেজ এর শিক্ষক-কর্মচারীরা অংশ গ্রহণ করেন। এতে প্রায় সহ¯্রাধিক শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন, সাবেক শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ উপভোগ করেন।
পুনর্মিলনী উপলক্ষে পরিচিতি পর্ব, বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্নভোজ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুনর্মিলনীতে একত্রিত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময়, পরিবারের খোঁজ খবর নিতে দেখা যায়, সাধারণ শিক্ষকরা জানিয়েছেন এরকম উদ্যোগ যেন প্রতি বছর নেওয়া হয়।
তারা এসময় আয়োজক কমিটিতে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …