আজঃ বৃহস্পতিবার | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

বকশীগঞ্জে লুট হচ্ছে দশানী নদীর বালু

Exif_JPEG_420

রকিবুল হাসান:
জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর ইউনিয়নের দশানী নদীতে অবৈধভাবে বালু লুটের মহোৎসব চলছে। বালু খেকোদের দৌরাত্ম্যে দশানী নদী থেকে অবাধে বালু বিক্রি চলছে। প্রকাশ্যে বালু লুটের মহোৎসব চললেও যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে প্রশাসনের কার্যকর কোন পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুরচর ও নিলাখিয়া ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে দশানী নদী।
কালের বিবর্তনে দশানী নদী এখন মরা খালে পরিণত হলেও প্রভাবশালীদের থাবায় এই নদী থেকে বালু লুট চলতে থাকে শুকনো মৌসুমে।
মেরুরচর ইউনিয়নের দশানী নদীর ওপর নির্মিত আউল পাড়া ব্রিজের পাশ থেকে দীর্ঘদিন থেকে একটি প্রভাবশালী মহল মাহিন্দ্র গাড়ি ও ট্রাক্টর গাড়ি দিয়ে বালু কেটে নিয়ে যাচ্ছে। প্রতিদিন এখান থেকে বালু কেটে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে।
ফলে দশানী নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুম এলেই এই নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ব্যাপক ভাঙনের সম্ভাবনা রয়েছে।
বালু খোকোদের হাত থেকে দশানী নদীকে রক্ষা রক্ষা করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকবাসী।
বালু লুটের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার জানান, বালু উত্তোলনের বিষয়টি এসিল্যান্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …