আজঃ বুধবার | ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

বকশীগঞ্জে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

জিএম ফাতিউল হাফিজ বাবু:
জামালপুরের বকশীগঞ্জে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বুধবার দুপুরে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ মাঠে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেকমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত ইউএনও মো. আতাউর রাব্বীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম হামদি, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়ের আজাদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম প্রমুখ।
ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় হাতির আক্রমনে ৭০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবারের প্যাকেজ বিতরণ করা হয়।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …