আজঃ শুক্রবার | ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে ১৩১ খুঁটিতে সড়ক বাতি উদ্বোধন

রকিবুল হাসান:
জামালপুরের বকশীগঞ্জে ৪ কিলোমিটার সড়কে ১৩১টি সড়ক বাতির আলোয় আলোকিত হয়েছে। বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের সর্দারপাড়া মোড়ে সুইচ টিপে সড়ক বাতি কার্যক্রম উদ্বোধন করা হয়।
এর মাধ্যমে জিগাতলা, সর্দারপাড়া, পাখিমারা, পশ্চিমপাড়া সহ ৬টি গ্রামের সড়ক পথ আলোকিত হলো।
সড়কবাতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শিলা সরোয়ার, পৌর কাউন্সিলর শাহীনুর ইসলাম, উপজেলা বণিক সমিতির সহ-সভাপতি আব্দুস ছাত্তার, হিন্দু পরিষদের নেতা রমেশ চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ঠিকাদারী প্রতিষ্ঠান জুঁই এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আ: রাজ্জাক সহ পৌর কাউন্সিলর ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের সার্বিক সহযোগিতায় জামালপুর জেলার আট পৌরসভা উন্নয়ন প্রকল্পের আওতায় বকশীগঞ্জ পৌরসভার সার্বিক তদারকিতে জুঁই এন্টারপ্রাইজ ৬৯ লাখ টাকা ব্যয়ে সড়ক বাতি প্রজ্জ্বলন প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …