আজঃ শুক্রবার | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

মাদারগঞ্জে ইউনিক ইসলামিক একাডেমীর যাত্রা শুরু

মাদারগঞ্জ প্রতিনিধি:

‍‍ধর্মীয় মৌলিক শিক্ষা অর্জন করি নৈতিক অবক্ষয়মুক্ত সমাজ গড়ি, এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে যাত্রা শুরু হলো প্রথম শ্রেণীর মানসম্মত আলিয়া মাদ্রাসা ইউনিক ইসলামিক একাডেমী। মঙ্গলবার সকালে শহরের পণ্ডিতপাড়ায় এ প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল।

মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা আবুল কাশেম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধক্ষ্য মাওলানা আবু সাইদ এর সভাপতিত্বে ও ইউনিক ইসলামিক একাডেমির পরিচালক প্রভাষক মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, সানশাইন একাডেমীর অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা আবুল কাশেম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ গোলাম রব্বানী। এসময় আরও বক্তব্য রাখন প্রভাষক আবুল কালাম আজাদ, ইউনিক ইসলামিক একাডেমীর অধ্যক্ষ মাহবুব আলম খোরশেদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিক ইসলামিক একাডেমীর পরিচালক ইখতিয়ার উদ্দিন, এস এম তোজাম্মেল হক, জোবায়ের আল মাহমুদ,  হুমায়ুন কবির, আব্দুল মালেক হোসেন তুষার, কামরুল হাসানসহ শিক্ষক মণ্ডলী , শিক্ষার্থী এবং অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …