আজঃ বৃহস্পতিবার | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

মাদারগঞ্জে মা ইলিশ মাছ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সচেতনতা সভা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা” শীর্ষক প্রকল্পের আওতায় মা ইলিশ সংক্ষরণ কার্যক্রম বাস্তবায়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে গাবের গ্রাম জেলে পল্লীতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সহকারি মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পুলক পারভেজ, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, মৎস্যজীবি গোপীনাথ বর্মণ প্রমুখ। এসময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা- কর্মচারি, সাংবাদিক, জেলে, আড়তদার, মৎস্যজীবি সমিতির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …