আজঃ বৃহস্পতিবার | ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

মামলা নিষ্পত্তিতে জামালপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন বিগত ২০২০ সালের ১৫ মার্চে জামালপুর জেলা ও দায়রা জজ হিসাবে যোগদান করার পরবর্তীতে ক্রমাগতভাবে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে অতীতের সকল ইতিহাস ভেঙে নতুন রেকর্ড স্থাপন করার খবর পাওয়া গেছে।
গত ৩০ নভেম্বর চাকরী থেকে অবসরের দিন পর্যন্ত ২০২০, ২০২১ এবং ২০২২ খ্রিস্টাব্দে সর্বমোট ৫৮৯ কার্য দিবসে দেওয়ানী ও ফৌজদারী মিলে ৬৮২০টি মামলা নিষ্পত্তি করেন। উক্ত নিষ্পত্তি পর্যালোচনায় দেখা যায়, এই পর্যন্ত জামালপুর জেলায় বিগত ৪০ বছরে আগত সকল জেলা জজ মহোদয়গণের মধ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন তার কার্যসময়ে সবচেয়ে বেশী সংখ্যক মামলা নিষ্পত্তি করেছেন। নিষ্পত্তির মধ্যে দেওয়ানী মামলায় ২০২০ সনের দেওয়ানী আপীল, পারিবারিক আপীল, টাকা আপীল, অর্পিত আপীল, নির্বাচন আলী, মিস আপীল, সিভিল রিভিশন, মিস কেইস, দেওলীয়া, মিস ডিংসহ সর্ব মোট ২৩৪ টি মামলা নিষ্পত্তি করেন। ২০২১ সনে সর্ব মোট ৩৪৩ টি এবং ২০২২ সনে ৪৩৫ টি মামলাসহ বিগত ৩ বছরে ১০১২ টি দেওয়ানী মামলা নিষ্পত্তি করেছেন। এছাড়া ফৌজদারী মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছে দায়রা মামলা, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা, স্পেশাল মামলা, এসিড মামলা, ক্রিমিনাল আপীল, ক্রিমিনাল রিভিশন, ক্রিমিনাল মিস কেইস, জন নিরাপত্তা, সন্ত্রাস এই ক্যাটাগরীতে সর্বমোট ২০২০ সালে ১৬৭৮টি, ২০২১ সালে ১৭৯৫টি, ২০২২ সনে ২৩১৪টি। সর্বমোট দেওয়ানী ও ফৌজদারী মামলা নিষ্পত্তি করা হয়েছে ২০২০ সালে ১৯১২টি, ২০২১ সালে ২১৩৮টি এবং ২০২২ সালে ২৭৬৯টি। ৩ বছরে ৬৮২০ টি মামলা মাত্র ৫৮৯ কার্য দিবসে নিষ্পত্তি করেন এবং সমগ্র জেলায় এই নিষ্পত্তির বিষয়ে আলোড়ন সৃষ্টি হয়। বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের আদালতে করোনার সময় দীর্ঘ দিন নিয়মিত আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকার কারণে মূল মামলার রায় প্রচার সহ নিয়মিত বিচার কার্য প্রায় ১৫০ কার্যদিবস বন্ধ থাকা সত্বেও পরবর্তীতে অতীতের সকল ইতিহাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তি করে গেছেন। জানা যায় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ ডিজিটাল পদ্ধতির মাধ্যম ব্যবহার করে ভয়েস রেকর্ডের মাধ্যমে নতুন ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনী শক্তি ব্যবহার করে নিস্পত্তি করে গেছেন। এছাড়া আদালতের কার্যক্রমে সিনিয়র জেলা ও দায়রা জজ তাঁর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গতি সঞ্চার করেছেন এবং আদালতে তিনি নানামুখী উন্নয়নমূলক কাজ করেছেন। সেই কার্যক্রম গুলোর দ্বারা বর্তমানে বিচার প্রার্থী জনগণ এবং বিচার প্রার্থীরা আদালতের স্টাফসহ, আদালতের বিচারকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ সকলেই সুবিধা ভোগ করেছেন। সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন যে সকল উন্নয়ন করেছেন তারমধ্যে উল্লেখ যোগ্য হলো জামালপুর জজ কোর্টের আইনজীবীগণের গাড়ী রাখার জন্য ব্যক্তিগত অর্থায়নে ও ব্যক্তি উদ্যোগে ৩৬০০ স্কয়ার ফিট এর ০১টি টিনসেড পাকা গাড়ীর গেরেজ নির্মাণ করেন। জজ কোর্ট ভবনের উত্তর পাশের্^ সুন্দর একটি বাগান করেন। বিচারকদের গাড়ীর গেরেজের পাশের্^ই একটি পানির ফোয়ারা করেন। বিচার প্রার্থী জনগণের বিচার কার্য দ্রæত সম্পন্ন করার লক্ষে বিচারকগণকে বিভিন্ন প্রকার পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। আদালতের কর্মচারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলেন যার সুবিধা বিচার প্রার্থী জনগণ ভোগ করে যাচ্ছেন। বাৎসরিক কনফারেন্সের মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী ও জেলার বিভন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইনজীবীসহ বিভিন্ন ব্যক্তিবর্গের সমন্বয়ে সভা করে মামলা দ্রæত নিষ্পত্তিতে বাধা দূরীকরণসহ বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে জামালপুর জেলা জজ আদালতে বিগত ১৭ জুলাই মামলা নিষ্পত্তি সংক্রান্ত মনিটরিং কমিটি ময়মিনসিংহ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব প্রাপ্ত বিচারপতি মো. জাকির হোসেন এবং তাঁর সাথে বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার জেলা জজ আদালত পরিদর্শনে আসেন। পরিদর্শনে এসে সিনিয়র সিনিয়র জেলা জজ মহোদয়ের আদালতের মামলা নিষ্পত্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভূয়সী প্রশংসা করেন। বিচারপতিগণ বিজ্ঞ বিচারকের সাথে এজলাসে বসে বিচার কার্যক্রম দেখেন এবং বিচারকার্য বিষয়ে বিচারপতি মহোদয়গণ সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া জামালপুর জেলার আইনজীবী সমিতির আইনজীবীবৃন্দ সদস্যরা বিচারপতি মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে অত্র আদালতের মামলা নিষ্পত্তি বিষয়ে বিজ্ঞ বিচারকের দূরদর্শিতা ও পরিশ্রমের ফলে মামলা নিষ্পত্তির হার বেড়ে যায় সে বিষয়ে জেলা আইনজীবী সমিতি হতে বিচারপতি মহোদয়ের নিকট ভূয়সী প্রশংসা এবং সন্তোষ প্রকাশ করা হয়। এ বিষয়ে জেলা আইজীবী সমিতির সদস্য হিসেবে, জামালপুর জেলার জনৈক আইনজীবী জানান, অত্র আদালতের বিচারক মহোদয়ের মামলা নিষ্পত্তির হার সর্বোচ্চ এবং বিজ্ঞ বিচারক মহোদয়ের এই আদালতে সন্ধ্যা শেষে রাত অবধি বিচারকার্যক্রম চলে। জেলার সর্বত্র এই আদালতে মামলা নিষ্পত্তি হয় মর্মে সংবাদ প্রচারিত হয়ে যায়। বিশেষ করে বিজ্ঞ বিচারক মহোদয় পুরাতন মামলা গুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য অল্প সময়ের ব্যবধানে ধার্য তারিখ রেখে সেগুলো নিষ্পত্তিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। ইতোমধ্যে অনেক গুলো পুরাতন মামলা চূড়ান্ত শুনানীর পর্যায়ে রয়েছে এবং বিজ্ঞ বিচারক মহোদয় নিজেই তদারকি করে এবং নিজেই তারিখ দেন। এছাড়া অত্র আদালতে বিচার প্রার্থী জনগণ মামলা নিষ্পত্তিতে তাদের ঊচ্ছ¦সিত সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি আরো বলেন, বিজ্ঞ বিচারক মহোদয় রাত দিন পরিশ্রম করেন। আমরা আশা করি এইভাবে মামলা নিষ্পত্তি হলে জনগণের নিকট বিচার ব্যাবস্থা সম্পর্কে ইতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হবে এবং বিচার সংশ্লিষ্ট প্রার্থীদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে। সমগ্র জেলায় ইতোমধ্যে জেলা জজ আদালত এর রোল মডেল হিসেবে স্থাপিত হয়েছে।
বিশ^স্ত সূত্রে জানা যায়, জামালপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন, জামালপুর জেলায় মামলা নিষ্পত্তিতে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছেন। তিনি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ভয়েস রেকর্ডের মাধ্যমে মামলা নিষ্পত্তি করেন। সেই ধারাবাহিকতায় বিভিন্ন আদালতে বিশেষ করে জেলা জজ আদালতে মামলা নিষ্পত্তিতে বর্তমানে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে । এছাড়া বিজ্ঞ সিনিয়র জেলা জজ মহোদয় বিচার প্রার্থী সহ সকলের নিরাপত্তার জন্য সিসি টিভি স্থাপন করেছেন। জজ শীপের বিচারপ্রার্থীদের বসার জন্য প্রতিটি এজলাসের সামনে স্টীলের বেঞ্ছ স্থাপন করেছেন, জজ শীপের প্রতিটি ফ্লোরে সুপেয় খাবার পানির ব্যবস্থা করেছেন, মহিলাদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থাপনা করেছেন, মাতৃদুগ্ধ পান সহায়তা কক্ষ স্থাপন করেছেন। বিচারক ও আইনজীবিদের চিত্ত বিনোদনের জন্য দুইটি বসার পাকা চত্তর নির্মাণ করেছেন। অতি সম্প্রতি প্রকাশিত মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মামলা নিষ্পত্তি সংক্রান্ত মনিটরিং কমিটির প্রতিবেদনে সারা দেশের সব কয়টি জেলা জজ আদালতে মামলা দায়ের ও নিষ্পত্তির হার এর অনুপাত শ্রেষ্টত্ব অর্জন করেছে। প্রত্রিকায় প্রকাশিত প্রবেদনে দেখা যায়, জামালপুর জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ১৩৬% নিষ্পত্তি করে প্রথম দশটি জেলার মধ্যে সম্মিলিতভাবে পঞ্চম স্থান অর্জন করেছে। এই সকল কার্যক্রম অতীতের যে কোন কাজের চেয়ে জামালপুর জেলার সদ্য অবসর গ্রহণকারী সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব জুলফিকার আলী খাঁন মহোদয়কে জামালপুর জেলার বিচার প্রার্থীদের নিকট চিরস্মরনীয় করে রাখবে বলেই সংশ্লিষ্ট সুধীজনের বিশ^াস। আমরা আশা করি এই মহান বিচারক তার অবসর জীবনে সুস্থ ও নিরাপদে থাকবেন। জামালপুর বাসী কোন দিন আপনাকে ভুলবে না।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …