আজঃ মঙ্গলবার | ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

মেলান্দহে আন্ত: প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্ত: প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নাংলা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা। ছবি-পল্লীর আলো

নিজস্ব প্রতিবেদক:
‘জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহন করাটাই বড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শিক্ষাপদক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাংলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আশরাফ, ইউপি সদস্য আব্দুল হাকিম বাদশা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন, নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দিন, প্রধান শিক্ষক হাছনা হেনা, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে নূরী শশী, প্রধান শিক্ষক ফাহিমা তুহিন শিলা, প্রধান শিক্ষক আবুল কালাম, প্রধান শিক্ষক তাহমিনা মিনু, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক শামছুন নাহার, প্রধান শিক্ষক আব্দুল কাদের ও নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনে আরা প্রমুখ।
জানা যায়, প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতায় নাংলা ইউনিয়ন পর্যায়ে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …