আজঃ মঙ্গলবার | ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

মেলান্দহে আ’লীগের সাধারণ সম্পাদক জিন্নাহ’র পিতা কাইয়ুম মন্ডলের জানাযা নামাজ সম্পন্ন

রুহুল আমিন রাজু:
মেলান্দহ জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ও দেউলাবাড়ী গ্রামের জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ’র পিতা আলহাজ কাইয়ুম মন্ডলের জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।
মরহুম আলহাজ কাইয়ুম মন্ডল বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৭ পুত্র ও ২ কন্যা নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ আছর নামাজের পর মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে জানাজা নামাজ শেষে নিজ পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
উল্লেখিত জানাজা নামাজের পূর্বে মরহুমে বিদেহী আত্মা’র মাগফেরাত কামনা পূর্বক মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ এডভোকেট ইসমত পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ (মরহুমের মেজো পুত্র), যুগ্মসাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান নাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মরহুমের জৈষ্ঠ্য পুত্র মাহফুজুল হক মাফল প্রমুখ। মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা রেখে স্মৃতি জড়িত আলোচনায় উপস্থাপনায় মেলান্দহ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …