আজঃ মঙ্গলবার | ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

মেলান্দহে পরিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

মেলান্দহ প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে পরিক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে খোরশেদ মিয়া (২০) নামে যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার পয়লা বানিয়াবাড়ি ফাযিল মাদরাসায় দাখিল পরিক্ষা শুরুর পূর্বে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা। দন্ডপ্রাপ্ত মো. খুরশেদ মিয়া উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাছপয়লা গ্রামের শাহজাহানের ছেলে ।

জানাগেছে, পয়লা বানিয়াবাড়ি ফাযিল মাদ্রাসায় চলমান দাখিল পরিক্ষার কেন্দ্রে পরিক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় পরিক্ষার্থী একটি মেয়েকে উত্ত্যক্ত করে খুরশেদ। এসময় দায়িত্বরত পুলিশ খুরশেদকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

 মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সেলিম মিঞা বলেন, দাখিল পরিক্ষার্থী এক মেয়েকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবক কে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলায় চলমান এসএসসি ও সমমানের পরিক্ষার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন ধরনের অপ্রিতীকর ঘটনা যাতে করে না ঘটে সে জন্য উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে এবং কোন ধরনের বিশৃঙ্খলা ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …