আজঃ মঙ্গলবার | ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

মেলান্দহে প্রধানমন্ত্রীর উদ্ভাবনী ১০ উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

রুহুল আমিন রাজু:
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ’ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মেলান্দহে আধুনিক মির্জা আজম অডিটোরিয়ামে এই কর্মশালা প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মেলান্দহ উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ও উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিঞা। অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেলান্দহ পৌরসভার মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ভাইস চেয়ারম্যান ডা. ইউনুস আলী, মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক, নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ হারুন, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ, শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, মেলান্দহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জহুরুল আলম, মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ।
বক্তারা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বিস্তার আলোচনা করেন। আলোচনার মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক ইত্যাদি।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …