আজঃ সোমবার | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

শরিফপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরিফপুরে সরকারী বিভিন্ন ভাতার উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। ছবি-পল্লীর আলো

নিজস্ব প্রতিবেদক
জামালপুর সদরের শরিফপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা, হতদরিদ্র কর্মসূচী ভাতা ভিজিডি, টিসিবি ও ১৫ টাকা কেজি চাউলের কার্ডধারী ও অন্যান্য কার্ডধারী উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে শরিফপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবীর, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মঞ্জুর রাফি আকন্দ, প্রধান শিক্ষক শামসউদ্দিন প্রমুখ।
এর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ঠ নবনির্মিত ১ তলা ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …