আজঃ বুধবার | ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

শাহবাজপুরে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহবাজপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চেৌধুরী। ছবি-পল্লীর আলো

আলমগীর হোসেন
বাংলাদেশ আওয়ামী লীগ ১১নং শাহবাজপুর ইউনিয়ন শাখার অন্তর্গত ৩নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী। সম্মেলনের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ূব আলী খান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, যুগ্মসাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডা. এমএ মান্নান খান, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, ত্রাণ ও সমাজকন্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ইকরামুল হক ফেরদৌস তালুকদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলাল মাস্টার, সদস্য ইজ্জত আলী প্রমুখ।

ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। ছবি-পল্লীর আলো

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন।  এছাড়া সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …