আজঃ শুক্রবার | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে . . . মির্জা আজম এমপি

মাদারগঞ্জে কৃষকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি-পল্লীর আলো

আলী আকবর
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নির্দেশে ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালানো হয়। হাওয়া ভবনে বসে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে।
তিনি শুক্রবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, বিএনপি ২০১১ এর মতো ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা যদি আবার ক্ষমতায় আসতে পারে তাহলে ২০০১ চেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তারা জামায়াতকে নিয়ে ষড়যন্ত্রে নেমেছে। আমাদের সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে।
সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষকলীগ সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মো. হুরমুজ আলী হিরো।
উপজেলা কৃষকলীগ সভাপতি শামীম আহম্মেদ দুদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পুলক পারভেজের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শামীম আহম্মেদ দুদুকে পুনরায় সভাপতি ও আসলাম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং পুলক পারভেজকে উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে ঘোষণা দেন নেতৃবৃন্দ।
পরে ১ কোটি টাকা ব্যায়ে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত মাদারগঞ্জ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মির্জা আজম এমপি।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …