আজঃ বৃহস্পতিবার | ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

শেরপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে কিশোর নেতাদের সংগঠন পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:
সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কিশোর, কিশোরীদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাস্তবায়নাধীন উন্নয়ন সংঘের কৈশোর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় দলনেতাদের সচেতনতা ও সংগঠন পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন চরপক্ষীমারী মুক্তিযোদ্ধা আতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের এসডিএইচসি প্রকল্প কর্মকর্তা আরজু মিয়া, এ.ই. প্রকল্প সহায়ক রোকন মিয়া প্রমুখ। প্রশিক্ষণে ২০ জন কিশোর, কিশোরী অংশ নেন। প্রশিক্ষণে বিভিন্ন সামাজিক ইস্যুর ওপর বিশ্লেষণমূলক আলোচনা করা হয়। এছাড়া ক্লাব বা সংগঠনের উন্নয়ন, অগ্রগতির জন্য ব্যবস্থাপনা ও পরিচালনার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
জানা যায়, শারীরিক ও মানসিক বিকাশ এবং পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখা, মাদক, বাল্যবিয়ে, যৌনহয়রানী প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ব্যধি ও অসঙ্গতি নিরসনে প্রশিক্ষণার্থীদের ধারণায়ন করা হয়। প্রশিক্ষণটি চরপক্ষীমারী মুক্তিযোদ্ধা আতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
স্প্রীহা বাংলাদেশ ফাউন্ডেশনের সহায়তায় শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ৫টি গ্রামে ৫টি কিশোর ও ৫টি কিশোরী ক্লাব গঠন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ২৫০জন কিশোর কিশোরীদের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে নিয়মিত সভা, প্রশিক্ষণ, ক্রীড়ানুষ্ঠানসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …