আজঃ বৃহস্পতিবার | ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

শেরপুরে পানিতে ডুবে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় খালের পানিতে ডুবে জুলেখা বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার নারায়নখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জুলেখা বেগম উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বেপারীপাড়া এলাকার মৃত জামির বেপারীর স্ত্রী।
নিহতের মেয়ে জুহুরা বেগম জানান, তার মা জুলেখা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভোগতেছিলেন। তাকে ঘরে আটকিয়ে রাখা হতো। হঠাৎ শনিবার রাতে ঘর থেকে পালিয়ে গেলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর সকাল ৮টার দিকে বাড়ির পাশে ব্রীজের নিচে খালের পানিতে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নকলা থানার এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জুলেখা বেগমের মরদেহ উদ্ধার করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, জুলেখা বেগমের বয়স একশ বছরের উপরে। মানসিক রোগী হওয়ায় পরিবারের লোকজন অনেকদিন যাবৎ ঘরে বন্দির মত রাখতেন। হঠাৎ করেই সে সকলের অগোচরে শনিবার রাতে ঘর থেকে বের হয়ে যায়। রোববার সকালে নারায়নখোলা বাজারের ব্রীজের নিচে খালের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা নিয়ে পরিবারের আবেদনের উর্ধ¦তন কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …