আজঃ শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

শেরপুরে মূল্যবান তক্ষকসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার

শেরপুরে দুটি তক্ষকসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি-পল্লীর আলো

শেরপুর প্রতিনিধি
শেরপুরে মূল্যবান দুই তক্ষকসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, রংপুরের মিঠাপুকুরের লাটকৃঞ্চপুরের মৃত জামাল উদ্দিন মন্ডলের ছেলে রহুল আমিন মন্ডল (৫২), একই জেলার কাউনিয়ার নাজিরদহের মৃত সাছুল হকের ছেলে আবু সায়েম (৪৭), ফরিদপুর জেলার মধুখালির রাজদরপুরের আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম (৪২)। গত বৃহস্পতিবার দুপুরে শেরপুরের পুলিশ সুপার মোনালিশা বেগম প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, গত ২৭ সেপ্টম্বর দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশ জেলার নালিতাবাড়ী উপজেলার চেল্লখালি ব্রীজের ওপর থেকে দুটি মূল্যবান তক্ষকসহ তিন চোরাচালান চক্রের সদস্য রহুল আমিন মন্ডল, আবু সায়েম, ও আশরাফুল ইসলাম ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় চোরাচালান ও বন্যপ্রাণী আইনে মামলা হয়েছে।
পুলিশ সুপার মোনালিশা বেগম আরও বলেন, এসব তক্ষকের মূল্য ১০ থেকে ৪০ লাখ টাকা। বিদেশে চোরাকারবারের মাধ্যমে আয়ুরবেদিক কোম্পানির মালিকদের কাছে বিক্রি করে আসছিলো।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …