আজঃ শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

শেরপুরে ৫-১১ বছরের শিশুদের মধ্যে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন

শেরপুর প্রতিনিধি:
শেরপুরে জেলার ৫-১১ বছরের শিশুদের মধ্যে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইভরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যরে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্রাম হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসানুল হাবিব হিমেল, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. হায়দার আলী, গনইভরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ইসরাত জাহান শম্পাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, শেরপুর জেলায় ৫-১১ বছরের শিশু রয়েছে ২ লাখ ২০ হাজার। সকল শিশুকেই পর্যায়ক্রমে এ টিকা কার্যক্রমের আওতায় আনা হবে। এ লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা তথ্য অফিসের তরফ থেকে ইতোমধ্যে মাইকিং করে সকলকে জানানো হচ্ছে। তিনি টিকাদান কার্যক্রম চলাকালীন শিশুদের কোভিড-১৯ টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …