আজঃ শুক্রবার | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

সরকারি আশেক মাহমুদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অধিকতর উৎকর্ষ সাধনের লক্ষ্যে কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ। শিক্ষক সংসদের যুগ্মসম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সংসদের সম্পাদক মনোয়ার হুসেন মুরাদ, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. সফিকুল ইসলাম আকন্দ, অধ্যাপক গোলাম মোস্তফা, অধ্যাপক মজিবুর রহমান, অভিভাবক তারিকুল ফেরদৌস, শাহজাহান পটু এবং কলেজ ও জেলা শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অধ্যক্ষ প্রফেসর মো, হারুন অর রশিদ গুণগত শিক্ষা অর্জনে তাঁর পরিকল্পনা এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তারপর শিক্ষার্থী-অভিভাবকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে একটি কর্মপরিকল্পনা তুলে ধরেন। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে এই শিক্ষা পরিকল্পনায় শিক্ষক-অভিভাবক সকলেই একমত প্রকাশ করেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …