আজঃ শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

সরিষাবাড়ীতে লাইসেন্স না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী:
জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় মাতৃছাছা ও আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার দুটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. বদরুল হাসান।
জানা যায়, সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ও অব্যবস্থাপনার দায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মাতৃছায়া ও আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার দুটি সিলগালা করে দেওয়া হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারি মোখলেছুর রহমান, থানা পুলিশসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. বদরুল হাসান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সারা দেশের ন্যায় সরিষাবাড়ীতেও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ক্লিনিকেও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় মাতৃছায়া ও আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার দুটি বন্ধ করে দিয়ে সিলগালা করে দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …