আজঃ শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

সাংবাদিকদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের মানববন্ধন

শেরপুর প্রতিনিধি
ঢাকায় বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুর প্রেসক্লাব মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল ১০ টায় শেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেড়ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বলের সঞ্চালনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও শাবিহা জামান শাপলা, সাবেক সিনিয়র সহ-সভাপতি জি এম আফসার বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রেজোয়ানুল হক আবীর, কোষাধ্যক্ষ এডভোকেট রওশন কবীর আলমগীর, দপ্তর সম্পাদক মারুফুর রহমান, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সঞ্জিব চন্দ্র বিল্টু, আমিরুজ্জামান লেবু, হাকিম বাবুল, জেএইচ হান্নান, দুদু মল্লিক, নমশের আলী, ইউসুফ আলী রবিন প্রমুখ।
মানব বন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক জেলা কমান্ডার নূরুল ইসলাম হিরু, সদর উপজেলার সাবেক কমান্ডার এড. মুখলেছুর রহমান আকন্দ, সামাজিক সংগঠন জনউদ্যোগের জেলা সভাপতি আবুল কালাম আজাদ।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …