আজঃ সোমবার | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

সাংবাদিক নাদিম হত্যা ও ঢাকায় সাংবাদিকদের উপর হামালাকারীদের শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসি ও ২৮ অক্টোবর ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব।
শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, সাংবাদিক নেতা সাজ্জাদ আনসারী, বজলুর রহমান, নুরুল হক জঙ্গী ও মোস্তফা মনজু প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আসামী বাবু চেয়ারম্যানের ছেলে সন্ত্রাসী রিফাত প্রকাশ্য ঘুরলেও পুলিশ রহস্যজনক কারনে তাকে গ্রেপ্তার করছে না।
তারা আরও বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা মারধর বা হামলার শিকার হলে এ কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে অনেকেই। এসময় সাংবাদিক নাদিম হত্যাকারীদেরসহ গত ২৮ অক্টোবর ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামি করে ২২ জনের নামে ও অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …