আজঃ শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

সাংবাদিক নূর আলমগীর ও শামীম রেজার নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

সাংবাদিক নূর আলমগীর ও শামীম রেজার নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি-পল্লীর আলো

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নির্দেশে সারা দেশের ন্যায় জামালপুরেও শনিবার বিকেলে স্টেশন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব সাংবাদিক এম এ রফিক।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক সাংবাদিক মো. মোশারফ হোসেন সরকার, জামালপুর জেলা তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি মো. জাফর হোসেন, দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এম.এ কাউসার, সাংবাদিক সুজন হাসান, শরৎ সামিউল ইসলাম, মো. শাহীন আলম, সাজ্জাদ হোসেন, সাংবাদিক হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, থানায় ডেকে বিএমএসএস এর যুগ্মমহাসচিব সাংবাদিক নূর আলমগীর অনুকে লালমনির হাটের কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল সাজানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছেন। সেই সাথে কৃষি কর্মকর্তা কর্তৃক সাংবাদিক শামীম রেজাকে হেনস্থাসহ সাংবাদিক হয়রানীর প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অবিলম্বে গ্রেপ্তারকৃত সাংবাদিক নূর আলমগীর অনুকে নি:শর্ত মুক্তি ও ওসি এটিএম গোলাম রসুলের কঠোর শাস্তি এবং সাংবাদিক শামীম রেজাকে হয়রানীকৃত কৃষি কর্মকর্তার শাস্তির দাবী জানানো হয়।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …