আজঃ শুক্রবার | ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

সানন্দবাড়ীতে চুক্তি স্বাক্ষর ছাড়াই অর্থ লেনদেন করতে পারবে ৩ হাজার শিক্ষার্থী

দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী সোনালী ব্যাংকের সাথে দুই শিক্ষা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ছবি-পল্লীর আলো

দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী সোনালী ব্যাংকের সাথে দুই শিক্ষা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়েছে। এখন থেকে খরচ ছাড়াই অর্থ লেনদেন করতে পারবে ৩ হাজার শিক্ষার্থী। এ বিষয়ে মঙ্গলবার সানন্দবাড়ী সোনালী ব্যাংক লিমিটেড ও দুই শিক্ষা প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
জানা যায়, সানন্দবাড়ী কলেজ ও সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংক সানন্দবাড়ী শাখা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি কালেকশন সমঝোতা চুক্তি হয়। এই চুক্তি করায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী ও অভিভাবকগন নগদ, বিকাশ, রকেট ই-ওয়ালেট সোনালী ব্যাংকের মাধ্যমে বেতন, ফরম ফিলাপসহ যাবতীয় কাজ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড, সানন্দবাড়ী বাজার শাখার ম্যানেজার আস-হাব-উল বারী আকন্দের সভাপতিত্বে আইটি অফিসার জাকির হোসেনর সঞ্চালনায় বক্তব্য রাখেন সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন এবং সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার মাহমুদুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ এনামুল হক, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রোকসানা আক্তার, লোন ও এ্যাডভান্স প্রিন্সিপাল অফিস ইফতেখার হোসেন, দুপ্রকের সাবেক সহ-সভাপতি প্রবীন শিক্ষক এম.এ বারী আকন্দ, চেয়ারম্যান জিয়াউল ইসলাম, প্রভাষক ফতেহুল বারী আকন্দ, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি রাশেদুল ইসলাম, জাকিরুল ইসলাম, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, ফরিদুল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …