আজঃ বৃহস্পতিবার | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

সৌদি আরবে দূর্ঘটনায় মারা গেলেন মাদারগঞ্জের মাজেদ

ফাইল ছবি

মাদারগঞ্জ প্রতিনিধি:
সৌদি আরবে প্লাম্বারের কাজ করতে গিয়ে পাইপ লিকেজ হয়ে বিষাক্ত গ্যাসে মাজেদ (২২) নামে এক শ্রমিক মারা গেছেন। রোববার বাংলাদেশের সময় দুপুর ১টার দিকে ইয়াম্বুল শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকার আমিনুর মন্ডলের ছেলে।
জানা যায়, গত দেড় বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান মাজেদ। সেখানে তিনি প্লাম্বারের কাজ করতেন। ঘটনার দিন ইয়াম্বুল শহরে মাটির নিচ দিয়ে যাওয়া গ্যাসের লাইন পুরোনো হওয়ায় সেটি মেরামত করছিলেন তিনি। এ সময় পাইপ লিকেজ হয়ে গ্যাস তাঁর নাকে মুখে ঢুকে গেলে ঘটনাস্থলেই মারা যান মাজেদ। বর্তমানে তাঁর মরদেহ ইয়াম্বুল শহরের একটি হাসপাতালের মর্গে রয়েছে।
মাদারগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত আলী বলেন, ঘটনাটি আমি শুনেছি। এটি খুব দুঃখজনক ঘটনা। তাঁর পরিবারকে আমাদের পক্ষ থেকে সহায়তা করা হবে।
মাজেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা আমিনুল মন্ডল।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …