আজঃ সোমবার | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
শিরোনাম

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলন উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান।

শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আইয়ূব আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান স্বপন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সোহরাব হোসেন বাবুল, জিএসএম মিজানুর রহমান, আশরাফ হোসেন তরফদার, অধ্যাপক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আল-আমীন চাঁন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মাসুম রেজা রহিম, সদস্য বিজন কুমার চন্দ, রেজাউল করিম রেজনু, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হযরত আলী রিপন, মোস্তাফিজুর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।

সম্মেলনে প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরে রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দ্বিতীয় অধিবেশনের সময় নির্ধারণ করা হয়।

ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে বলে জানিয়েছেন সম্মেলনের আয়োজক কমিটি।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …