আজঃ রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

বকশীগঞ্জে টেটাবিদ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জামালপুরের বকশীগঞ্জের নীলাক্ষিয়ায় জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়েঁমারা টেটায় বিদ্ধ হয়ে শামীম মিয়া (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শামীম মিয়া একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার সকালে নীলাক্ষিয়ায় দক্ষিন কুশল নগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিন কুশল নগর গ্রামের নিহত শামীম মিয়ার বাবা শফিকুল ইসলামের সাথে তার চাচা সাইফুল ইসলামের পূর্ব হতেই জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। ৩ অক্টোবর সকালে সাইফুল ইসলাম সেই জমিতে বেগুনের চারা রোপন করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়েঁমারা টেটায় বিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় শামীম মিয়া। পরে তাকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহে নেওয়ার পথে শামীম মিয়া মারা যায়। এছাড়াও এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, বিষয়টি বকশীগঞ্জ থানা পুলিশ অবগত আছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আইনগত প্রক্রিয়া চলমান।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …