আজঃ রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

ইসলামপুরে কাঁসা শিল্পের উন্নয়নে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ ও কমন সার্ভিস সেন্টার উদ্বোধন

ইসলামপুরে কাঁসা শিল্পের উন্নয়নে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি। ছবি-পল্লীর আলো

নিজস্ব প্রতিবেদক:
ইসলামপুর উপজেলায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত কাঁশা শিল্প উন্নয়ন প্রকল্পের আওতায় ৮টি কাঁশা কারখানায় ৮ জন উদ্যোক্তার মাঝে ফিনিসিং মেশিন, হাওয়া মেশিন, বিতরণ এবং কমন সার্ভিস সেন্টারের জন্য হেমারিং মেশিন, পলিস মেশিন, হাওয়া মেশিন, প্রেন্ডিং মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তানভির হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাসের, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম প্রমুখ।
পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে নিত্য নতুন কাঁসা পণ্য উৎপাদনে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ১০০% সক্ষমতা বৃদ্ধি পাবে। পণ্য প্রস্তুতে উদ্যোক্তাগণ আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ ব্যবহার করে কম শ্রমের মাধ্যমে অধিক গুণগত পণ্য প্রস্তুত করতে সক্ষম হবেন। কাঁসা পণ্য সামগ্রী বিক্রয়ের জন্যে স্থানীয়ভাবে এক বা একাধিক ব্রান্ড প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে পণ্য বাজারজাতকরণে উদ্যোক্তাগন অনলাইন ও অফলাইন মার্কেটিং-এ সম্পৃক্ত হবেন এবং অভ্যস্থ হবেন ফলশ্রুতিতে নতুন নতুন ক্রেতা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের আয় কমপক্ষে ৫০% বৃদ্ধি পাবে. এসময় ইএসডিও প্রধান কার্যালয় হতে মো: আইনুল হক, ডিপিসি, ইএসডিও, মো. রফিকুল ইসলাম, এপিসি, ইএসডিও, মো. হাসান জামান, টুটুল, সিনিয়র এপিসি, ইএসডিও, জোনাল ম্যানেজার মো. আব্দুল কাদের, প্রকল্প ম্যানেজার মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …