আজঃ শুক্রবার | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

ইসলামপুরে নারী-পুরুষের জেন্ডার সমতা প্রতিষ্ঠাকরণ বিষয়ক সভা

সভায় বক্তব্য রাখেন গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম বাদশা। ছবি-পল্লীর আলো

নিজস্ব প্রতিবেদক:
নারীর ক্ষমতায়ন এবং নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ ও ম্যানকেয়ার বিষয়ক জনসম্পৃক্তকরণ সভা উন্নয়ন সংঘের উদ্যোগে ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম।
অষ্ট্রেলিয়ান সরকারের আর্থিক সহায়তায়, ওর্য়াল্ড ভিশন এর কারিগরি সহায়তায় উন্নয়ন সংঘ এর বাস্তবায়নে নিউট্রিশন সেনসেটিভ ভ্যালু চেইনস্ ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রজেক্ট এর আওতায় নারী-পুরুষ সমতার সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে পারিবারিক ও গৃহস্থলির কাজে পুরুষের অংশগ্রহণ বৃদ্ধি করা, অর্থনেতিক কাজের সাথে সম্পৃক্ত করনের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা করা ইত্যাদি বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করে সভার আয়োজন করা হয়।
ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন এবং গোয়ালেরচর ইউনিয়নে এলাকাবাসীদের সম্পৃক্তকরণ বিষয়ে সচেতনতামূলক সভায় গোয়ালেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রহিম বাদশা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এতে শিক্ষক, উপসহকারী কৃষি কর্মকর্তা, ঈমাম, এনএসভিসি প্রকল্পের উৎপাদক দলের সদস্যবৃন্দ, সফল দম্পতি অংশ নেন। সভার সফল বাস্তবায়নে সহায়তা করেন এনএসভিসি প্রকল্পের মার্কেট ফ্যাসিলিটেটর মো. রবিউল আউয়াল স্বপন, মো. আব্দুস সামাদ। সভা সঞ্চলনা করেন প্রকল্পের ডিজাস্টার এ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ ও জেন্ডার বিষয়ক কর্মকর্তা মনেয়ারা পারভীন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …