আজঃ শুক্রবার | ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি
শিরোনাম

কৃষিবিদরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অবদান রেখেছে -উপাচার্য ড. জাকির হোসেন

শফিকুর রহমান শিবলী:
কৃষিবিদ ইনস্টিটিউশন জামালপুর জেলা শাখার উদ্যোগে কৃষিবিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিনা অডিটোরিয়ামে কৃষিবিদ ইনস্টিটিউশন জামালপুর জেলা শাখার সভাপতি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র জামালপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান সরকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জামালপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) কৃষিবিদ ডা. সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, কৃষিবিদ ইনস্টিটিউশন জামালপুর জেলার সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম উজ্জল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ ডা. শফিকুর রহমান শিবলী, সুগার ক্রপ ইনস্টিটিউশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহিউল আলম, শেরপুর জেলার ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আলী জিন্নাহ বক্তব্য রাখেন।
পরে জামালপুর জেলা থেকে বিদায়ী ও নবযোগদানকৃত ৭ জন কৃষিবিদ কর্মকর্তাকে সম্মামনা ক্রেষ্ট প্রদান করা হয়। বক্তারা কৃষিতে বঙ্গবন্ধুর অবদানের ভূয়সী প্রশংসা করেন।

আরও দেখুন

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । …